প্রকাশিত: Tue, Mar 21, 2023 3:54 PM
আপডেট: Tue, May 13, 2025 10:18 AM

হাজং সম্প্রদায়, ‘নাহুবো’ এবং পপশিল্পী অনিমেষ রায়

শারফিন শাহ  : হাজং সম্প্রদায়ের পপশিল্পী অনিমেষ রায়ের গাওয়া ‘নাহুবো’ গানটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কোক স্টুডিওতে রূপান্তরিত এই গানটি নিয়ে হাসাহাসিও চলছে। এর পেছনে গানটির কথাই শুধু দায়ী নয়, মিউজিক ভিডিওর অতিরঞ্জিত সাজগোজ আর সুরের মাধুর্যহীনতাও দায়ী। অনিমেষ আক্ষেপ করে বলেছেন, হাজং ভাষায় কোনো বর্ণমালা নেই। তাদের সবাই রীতিমতো বাঙালি হয়ে উঠছেন। বাংলা ছাড়া কথাই বলা হয় না এমন পরিস্থিতি। এমন সংকটময় অবস্থার মধ্যে তিনি তার মাতৃভাষায় একটি গান রচনা করে নিজের ভাষাকে সামনে আনার চেষ্টা করেছেন। হাজং ভাষায় ‘নাহুবো’ অর্থ হচ্ছে ‘না’। পৃথিবীতে আসার পর মানুষের ওপর নানা ধরনের চাপ প্রয়োগ করে সমাজ। অনিমেষের ভাষ্যে, ‘গানের কথায় বলা হয়েছে, সেসব চাপ আমি নেব না। আমি আমার মতো ভাবতে চাই। বাঁচতে চাই। আমার মতো করে কেউ গ্রহণ করলে তার সঙ্গে আছি’। 

নিঃসন্দেহে দারুণ বিষয়বস্তু। কিন্তু গানটির সুর আর উপস্থাপনা এতো চমৎকার বিষয়বস্তুকেও অর্থহীন করে তুলেছে বাংলা ভাষাভাষী শ্রোতাদের মধ্যে। গানটা কোন ভাষায় গাওয়া হচ্ছে তা মোটেই আলোচনার বিষয় নয়, সুরটা সুমধুর কিনা তাই বিবেচ্য। সত্যজিৎ রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবির শেষ দৃশ্যে একটি মিষ্টি নেপালী গান ভেসে আসে। ছবিটি যারা দেখেছেন তারা ওই গানটির কথা ভুলতে পারেননি, সুরের মাধুর্যের কারণেই। কারও মতে, ছবির আসল তারকা ওই গানটিই। নাহুবো তেমনই একটি গান হতে পারতো। কিন্তু সুরের দুর্বলতায় তা হাস্যরসে পরিণত হয়েছে।

 লেখক: গবেষক ও প্রাবন্ধিক